মেয়েদের ও ছেলেদের চুল পড়া বন্ধ করার উপায় ঔষধ
প্রিয় পাঠক আপনি যদি মেয়েদের ও ছেলেদের চুল পড়া বন্ধ করার উপায় ঔষধ সম্পর্কে
জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। কারণ এই আর্টিকেলে আমরা ছেলে ও
মেয়েদের চুল পড়া বন্ধ করার উপায় ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
তাই আপনি যদি মেয়েদের ও ছেলেদের চুল পড়া বন্ধ করার উপায় ঔষধ সম্পর্কে জানতে
চান তাহলে আমাদের আর্টিকেলটি পুরোপুরি একবার পড়ুন।
সূচিপত্রঃ মেয়েদের ও ছেলেদের চুল পড়া বন্ধ করার উপায় ঔষধ
ছেলেদের চুল পড়া বন্ধ করার উপায় ঔষধ
ছেলেদের চুল পড়া বন্ধ করার উপায় ঔষধ সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ
বর্তমান সময়ে ছেলেদের চুল পড়ার সমস্যা বেশি দেখা যাচ্ছে যার ফলে অনেক ছেলেরাই
চুল পড়া নিয়ে আজকাল খুব দুশ্চিন্তায় থাকে। তাই তাদের উদ্দেশ্যে আজকের এই
আর্টিকেলটিতে বলব যে ছেলেদের চুল পড়া বন্ধ করার উপায় সম্পর্কে।
আরো পড়ুনঃ ডায়াবেটিস এর স্বাভাবিক মাত্রা কত
১। অনেক সময় আমাদের খাদ্য ভাসে পরিবর্তন হলে চুল পড়ে তাই আমাদের উচিত সবসময়
প্রোটিনযুক্ত খাবার খাওয়া।
২। সবসময় ভিটামিন যুক্ত খাবার বেশি করে খেতে হবে কারণ ভিটামিন আমাদের ত্বকের
এবং চুলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।
৩। এবং চুলের গোড়া সব সময় পরিষ্কার রাখতে হবে এবং বাইরে বের হলে মাথায় ক্যাপ
অথবা টুপি ব্যবহার করতে হবে যাতে করে বাইরে ধুলাবালি চুলে না লাগে।
৪। বেশি চুল পড়লে চুলে পেঁয়াজ বাটা বা পেঁয়াজের নির্যাস লাগাতে হবে এতে করেও
আপনি চুল পড়া বন্ধ করতে পারেন।
৫। অনেক পুরুষ মানুষ রয়েছে যারা চুলের জেল ব্যবহার করে এটি করা থেকে বিরত
থাকতে হবে এতে করে চুল পড়া সম্ভাবনা থাকে।
৬। চুলে বেশি বেশি করে সরিষার তেল ব্যবহার করতে হবে তাহলে চুলের গোড়া শক্ত হবে
এবং চুল পড়া। বন্ধ হবে
চুল পড়া বন্ধ করার উপায় ঔষধ
মেয়েদের ও ছেলেদের চুল পড়া বন্ধ করার উপায় ঔষধ সম্পর্কে এই আর্টিকেলে আলোচনা
করা হবে তাই আপনার যদি চুল পড়ার সমস্যা থেকে থাকে তাহলে আপনি আর্টিকেলেরই
অংশটি পড়তে পারেন। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের চুল পড়ে এবং আমরা এটিকে
একটি রোগ মনে করি কিন্তু এটি কোন রোগ নয়।
এটি বিশেষ করে আমাদের দৈনন্দিন জীবনের চলাফেরার উপরে নির্ভর করে থাকে।তাই
আমাদের উচিত দৈনন্দিন জীবনের চলাফেরাতে পরিবর্তন নিয়ে আসা তাহলে আমরা তুমি
পড়া বন্ধ করতে পারবো।
আরো পড়ুনঃ টাইপ-১ এবং টাইপ-২ ডায়াবেটিসের লক্ষণ
অনেক মানুষ নিজে যাদের অতিরিক্ত চুল পড়ে থাকে এবং অকালে মাথায় টাক পড়ে যায়
তাই তাদের উচিত খুব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেওয়া।তাই চুল পড়া বন্ধের
উপায় সম্পর্কে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব।
১। আমাদের দৈনন্দিন জীবনের চলাফেরা কাজকর্ম যেমন ঠিকমতো না ঘুমানো, রাত জেগে
ফোন ব্যবহার করা, চুলে তেল না দেওয়া ইত্যাদি নানান ধরনের চুল পড়ে থাকে।
২।চুল পড়া নিয়ে বেশি দুশ্চিন্তা করা যাবে না কারণ চুল পড়ার মূল কারণ হচ্ছে
দুশ্চিন্তা করা তাই সবসময় নিজেকে চিনতামুক্ত রাখতে হবে।
৩।চুলের গোড়ায় আলুর রস লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং এক থেকে আধা ঘন্টা
পর উসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৪।চুল পড়া রোধে আপনি চাইলে নারিকেল দুধ ব্যবহার করতে পারেন এতে কোন রকম
রাসায়নিক পদার্থ নেই তাই এটি চুলের জন্য অনেক ভালো। এটি শুধু চুল পড়া রোধ করে
না বরং চুলকে লম্বা এবং ভেতরে এবং বাইরে থেকে শক্ত করে।
৫।নিম পাতার রসও চুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারো নিম পাতায় রয়েছে
উচ্চমাত্রায় ফ্যাটি অ্যাসিড যা আমাদের চুল এবং ত্বকের জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ।
তাই পরিশেষে বলা যায় যে আপনার যদি প্রতিদিন চুল পড়ে তাহলে আপনি এই সকল পদ্ধতি
গুলো অবলম্বন করতে পারেন। এতে করে আপনার চুল পড়া আগের চেয়ে অনেকটা কমে যাবে।
আর চুল পড়া রোধ করার জন্য তেমন কোনো ওষুধ হয় না ঘরোয়া কিছু উপায় মেনে চলতে
হয়।
চুল পড়া বন্ধ করার উপায়
মেয়েদের ও ছেলেদের চুল পড়া বন্ধ করার উপায় ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা
করা হয়েছে। বর্তমান সময়ে চুল পড়া হলো একটি সাধারন সমস্যা। যেকোনো বয়সের
মানুষেরই এই সমস্যাটি হতে পারে। তাই চুল পড়া দেখলে দুশ্চিন্তা করা যাবে না
কারণ এটি একটি সাধারণ সমস্যা দুশ্চিন্তা করলে আরো বেশি চুল পড়তে পারে।
আবার অনেকে রয়েছে চুল পড়া বন্ধের জন্য বাজার থেকে বিভিন্ন ধরনের তেল শ্যাম্পু
ইত্যাদি ব্যবহার করে থাকে এতে করে চুলের ওপর একটি সাইড ইফেক্ট করতে পারে। আপনি
যদি চুল পড়া বন্ধের জন্য কোন তেল অথবা শ্যাম্পু ব্যবহার করতে চান তাহলে অবশ্যই
ডাক্তারের পরামর্শ নিবেন।
অনেকের রয়েছে যাদের কারো কারো বংশানুক্রমে চুল পড়ে থাকে তাহলে সেখানে তেমন
কিছু করার থাকে না তারপরও আমরা আজকে আপনাদেরকে জানাবো যে চুল পড়ার কারণ এবং
চুল পড়া বন্ধের উপায়।
১। আমাদের দৈনন্দিন জীবনের চলাফেরা কাজকর্ম যেমন ঠিকমতো না ঘুমানো, রাত জেগে
ফোন ব্যবহার করা, চুলে তেল না দেওয়া ইত্যাদি নানান ধরনের চুল পড়ে থাকে।
২। আপনি সবসময় চেষ্টা করবেন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এবং চুলে নিয়মিত
তেল দেওয়া তাহলে আগের থেকে আপনার চুল পড়া অনেক কমে যাবে।
৩। এবং কোন কিছু নিয়ে দুশ্চিন্তা করা যাবে না কারণ চুল পড়ার মূল কারণ হচ্ছে
তোর চিন্তা খারাপ তাই যতটা পারবেন নিজেকে চিন্তা মুক্ত রাখার চেষ্টা করবেন।
৪। অনেকে রয়েছে গোসল করার পর পরই চিরুনি এবং টাওয়াল চুলে ব্যবহার করে এটি করা
থেকে বিরত থাকতে হবে কারণ এর ফলে চুল পড়া সম্ভাবনা থাকতে পারে।
৫।সবসময় গোসল করার পর চেষ্টা করবেন মাথাতে হালকা করে সরিষার তেল ব্যবহার করা
এতে করে আপনার চুলের গোড়া অনেক শক্ত হয়ে যাবে।
৬। এবং সব সময় চুলের নার্ভ এবং স্কাই হলো পরিষ্কার রাখবেন এতে করে চুলে কোন
প্রকার খুশকি হবে না এবং চুল পড়া থেকে আপনি রক্ষা পাবেন।
৭। বাইরে বের হলে মাথায় ক্যাপ অথবা টুপি ব্যবহার করুন এতে করে বাইরের ধুলোবালি
থেকে চুল রক্ষা পাবে। বর্তমান সময়ে চুল পড়ার মূল কারণ হচ্ছে বাইরের ধুলাবালি
এবং পলুশন।
৮।এবং ডাক্তারদের পরামর্শ নিয়ে প্রোটিন যুক্ত খাবার খান যাতে করে আপনার চুল
পড়া বন্ধ হতে পারে।
৯। অনেকের রয়েছে চুল সুন্দর দেখানোর জন্য চুলের বিভিন্ন রকম জেল ব্যবহার করে
থাকে এটি চুলের জন্য অনেক ক্ষতিকারক কারণ জেল বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে তৈরি
করা হয় যা আমাদের চুলকে ভেতর থেকে নরম ও পাতলা করে দেয়।
মহিলাদের চুল পড়া বন্ধ করার উপায়
আর্টিকেলের উপরের অংশে আমরা ছেলেদের চুল পড়া বন্ধ করার উপায় ঔষধ সম্পর্কে
বিস্তারিত আলোচনা করেছি তাই আর্টিকেলের অংশে আমরা মহিলাদের চুল পড়া বন্ধ করার
উপায় সম্পর্কে আলোচনা করব। চুল পড়া এই সমস্যাটি বিশেষ করে মহিলাদের মধ্যে
বেশি দেখা যায় গবেষণায় দেখা গেছে ছেলেদের থেকে মেয়েদের বেশি ভাগই চুল পড়া
এই সমস্যার সাথে জড়িত।
তাই এই চুল পড়া নিয়ে মহিলাদের মধ্যে অনেক রকম দুশ্চিন্তা দেখা দেয়।চুল করার
বিভিন্ন কারণের মধ্যে একটি কারণ হচ্ছে দুশ্চিন্তা করা দুশ্চিন্তা করার ফলে
আমাদের শরীর থেকে একরকম হরমোনের ক্ষয় হয় যার ফলে চুল পড়ে থাকে। তাই আজকে
আমরা এই আর্টিকেলের মাধ্যমে প্রতিটা মহিলাদেরকে জানাবো যে চুল পড়া বন্ধ করার
জন্য কি কি করা প্রয়োজন।
১।চুল পড়া নিয়ে বেশি দুশ্চিন্তা করা যাবে না কারণ চুল পড়ার মূল কারণ হচ্ছে
দুশ্চিন্তা করা তাই সবসময় নিজেকে চিনতামুক্ত রাখতে হবে।
২। পানি শূন্যতার কারনেও অনেক সময় চুল পড়ে থাকে এর জন্য নিয়মিত বেশি বেশি
করে পানি পান করুন এতে করে আপনার চুলের গোড়া শক্ত হবে।
৩। অনেক মহিলা রয়েছে যারা চুলে বিভিন্ন রকম ডিজাইন এবং বেণী করে থাকে এটির ফলে
চুলে অনেক চাপ পড়ে যার ফলেও চুল পড়ে যেতে পারে।
৪।মহিলাদের চুল ঘন হওয়ার ফলে গোসল করার পরও চুল সহজে শুকাতে চাই না যার ফলে
অনেকে রয়েছে চুলকে ওই ভাবেই রেখে দেয় এটি করা যাবে না। গোসল করার পর পরে
তাড়াতাড়ি চুলকে শুকানোর ব্যবস্থা করতে হবে।
৫।পারলে সকালের রোদটি তুলে লাগাতে হবে কারণ সকালের রোদে ভিটামিন বি থাকে যা
আমাদের চুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
৬।অন্য কারো চিরুনি টাওয়াল চুলে ব্যবহার করা যাবে না এতে করে অন্যের চুলের
ভাইরাস নিজের চুলে লাগতে পারে এবং চুলের ক্ষতি হতে পারে।
৭।প্রতিদিন গোসল করার পর চুলের গোড়ায় হালকা করে সরিষার তেল মালিশ করতে হবে
এতে করে চুলের গোড়া আমি শক্ত হবে এবং চুল পড়া বন্ধ হবে।
অতিরিক্ত চুল পড়া বন্ধ করার উপায়
অতিরিক্ত চুল পড়া বন্ধ করার উপায় কি এই সম্পর্কে আমাদের সকলকেই চুল পড়া
হচ্ছে একটি অতি সাধারণ একটি সমস্যা। কিন্তু চুল যদি কম পড়ে তাহলে সেটি সাধারণ
কিন্তু যদি অতিরিক্ত চুল পড়ে তাহলে সেটি কিছুটা চিন্তার কারণ হতে পারে।
তাই যাদের প্রতিদিন অতিরিক্ত চুল পড়া নিয়ে অনেক চিন্তায় রয়েছেন তাদের জন্য
এই আর্টিকেলটি। আমরা আজকে আপনাদেরকে বলব যে অতিরিক্ত চুল পড়া বন্ধের বিভিন্ন
উপায় সম্পর্কে।
আরো পড়ুনঃ দাঁতের মাড়ি ক্ষয় রোধ করার ঘরোয়া উপায়
১।চুলের গোড়ায় আলুর রস লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং এক থেকে আধা ঘন্টা
পর উসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২।চুল পড়া রোধে আপনি চাইলে নারিকেল দুধ ব্যবহার করতে পারেন এতে কোন রকম
রাসায়নিক পদার্থ নেই তাই এটি চুলের জন্য অনেক ভালো। এটি শুধু চুল পড়া রোধ করে
না বরং চুলকে লম্বা এবং ভেতরে এবং বাইরে থেকে শক্ত করে।
৩। প্রথমে একটি নারিকেল থেকে নারিকেল দুধ সংগ্রহ করুন এবং এটি চুলে প্রায় এক
থেকে দুই ঘন্টা মত লাগিয়ে রাখুন এরপর মাথায় ভালো হবে শ্যাম্পু দিয়ে মাথা
ধুয়ে ফেলুন।
৪।নিম পাতার রসও চুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারো নিম পাতায় রয়েছে
উচ্চমাত্রায় ফ্যাটি অ্যাসিড যা আমাদের চুল এবং ত্বকের জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ।
৫। আপনি চাইলে নারিকেল তেলের সাথে প্রতিদিন নিম পাতার রস আপনার চুলে ব্যবহার
করতে পারেন এতে করে আপনার চুল পড়া বন্ধ হবে এবং আগের চেয়ে অনেক লম্বা এবং ঘন
হবে।
চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায়
চুল পড়া রোধ করা সবচেয়ে ভালো উপায় হচ্ছে চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায়
গুলো মেনে চলা। চুল পড়ার প্রধান কারণ হলো অ্যান্ড্রোজেনিক হরমোন মূলত এটি ছেলে
মেয়ে উভয় ক্ষেত্রেই দেখা যায়। অ্যান্ড্রোজেনিক হরমোন চুলের হেয়ার গুলোকে
নষ্ট করে ফেলে যা পরবর্তীতে চুল পড়ার কারণ হয়ে দাঁড়ায় এছাড়াও শরীরে রোগ
প্রতিরোধ ক্ষমতার ত্রুটির উপরেও চুল পড়ার সমস্যা দেখা দেয়।
আরো পড়ুনঃ বডি ফিটনেস ঠিক রাখার সেরা ৮টি উপায়
তবে যাই হোক চুল পড়া তেমন কোনো বড় সমস্যা না আপনি চাইলেই এটিকে বিভিন্ন
ঘরোয়া উপায় এর মাধ্যমে রোধ করতে পারেন। তাই আজকে আমরা আপনাদের কি কিছু ঘরোয়া
উপায় সম্পর্কে বলব যা করলে আপনারা চুল পড়া বন্ধ করতে পারবেন।
১। নারকেল তেল আমাদের মাথার চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নারকেল তেল
রয়েছে ফ্যাটি অ্যাসিড যা চুল পড়া রোধ করে থাকে। তাই যাদের চুল পড়ে তাদের
উচিত প্রতিদিন দিনে দুইবার করে মাথায় নারকেল তেল দেওয়া।
২। পেঁয়াজের রস ব্যবহার করেও আপনি চুল পড়া থেকে রক্ষা পেতে পারেন। পিঁয়াজের
রস রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুল বৃদ্ধি করে।
৩। এছাড়া জবা ফুল ব্যবহার করে আপনি চুল পড়া রোধ করতে পারেন এটি চুলের জন্য
অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে জবাব ফুল সংগ্রহ করে এর মধ্যে নারকেল তেল দিয়ে আপনি
চুলে ব্যবহার করতে পারেন।
৪। চুল পরিচর্যার অন্যতম একটি উপাদান হচ্ছে নিম পাতা। ১০ থেকে ১২ টা নিমপাতা
নিয়ে এটির নির্যাস বের করতে হবে এবং এটি চুলে ব্যবহার করতে হবে তাহলে
দু-একদিনের মধ্যেই চুল পড়া অনেকটা কমে যাবে।
তাই পরিশেষে বলা যায় যে আপনার যদি নিয়মিত চুল পড়ে এবং বিভিন্ন তেল শ্যাম্পু
ব্যবহার করেও চুল পড়া রোধ করতে পারছেন না তাহলে আপনি এ সকল ঘরোয়া উপায় গুলো
ব্যবহার করে দেখতে পারেন এগুলোর কোন সাইড ইফেক্ট অথবা পার্শ্ব প্রতিক্রিয়া
নেই।
লেখকের মন্তব্য
আপনি যদি আমাদের এই আর্টিকেলটি পড়ে চুল পড়া বন্ধ করার উপায় সম্পর্কে জেনে
উপকৃত হয়ে থাকেন তাহলে আর্টিকেলটি ওই সকল মানুষকে শেয়ার করুন যাদের চুল পড়ার
সমস্যা রয়েছে আশা করি তাদের সমস্যা দূর হয়ে যাবে।
rsfahim it নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url